রাউজান : পবিত্র রমজান মাসে এলাকার ১৩শ পরিবারে ইফতার সামগ্রী দিয়েছেন রাউজানের ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। ইউনিয়ন পরিষদের মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, কামরুল হাসান বাহদুর, ইরফান আহমদ চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল জব্বার সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু। উপস্থিত ছিলেন সাইদুর রহমান টিটু, শওকত আকবর, জসিম উদ্দিন, মিঠু শীল, শাহ আলম, নাজিম উদ্দিন, সাবের হোসেন, আসাদ হোসেন, সাজ্জাদ মাহমুদ, নাছির উদ্দিন প্রমুখ।
এদিকে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য সাহাবউদ্দিনের ব্যবস্থাপনায় ২শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিণ এক সভায় প্রধান অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। মেম্বার সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও মাসুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি সারজু মোহাম্মদ নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল ছালাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাংবাদিক মীর আসলাম প্রমুখ।
আব্দুল মালেক ফাউন্ডেশন : আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ও এলাকার ১০০০ দরিদ্র পরিবারের কাছে ইফতার ও সেহরী সামগ্রী তুলে দেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক। উপস্থিত ছিলেন মো. সোহেল উদ্দিন, আব্দুল আল মামুন, আব্দুল আল হাসান, ওয়াহিদুল ইসলাম কার্জন, মো. বাবলু হোসেন, আব্দুল্লাহ আল ফরহাদ জ্যাকি, মো. মামুন প্রমুখ।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ : বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে গত ৮ এপ্রিল নগরীর মোমিন রোডস্থ লুসাই ভবনের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, নুরজাহান আকতার নুরা, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, মো. জসিম উদ্দিন, আবুল হাশেম, মৌসুমী চৌধুরী, আবদুল্লাহ জাহেদ ইপন, রুবেল আহমেদ, মো. কালিম শেখ, মো. মাসুদ রানা, ইমরান হোসেন রাসেল, শিউলি আকতার, সেলিনা আকতার, মো. হেলাল উদ্দিন মিয়া, দেবাশীষ দাশ রাজা, এস এম লিয়াকত হোসেন, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, বায়েজিদ ফরায়েজি, নন্দিনী চৌধুরী, মো. কেফায়েত উল্লাহ আরকান, হানিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এতে সংগঠনের ৪৫ জন সদস্য ও ১০ জন হকারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী : লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর উদ্যোগে গত শনিবার নগরীর আগ্রাবাদ উম্মাহাতুল মুমিনীন (র.) হিফজুল কোরআন বালিকা একাডেমি ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী। লায়ন এস এম মোখলেসুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন কাজী জহিরুল ইসলাম, লায়ন পলাশ ধর, লায়ন মীর আকতার হোসেন , লায়ন হাজী দেলোয়ার হোসেন, লিও মাহ্বুবুর রহমান সজীব প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনসুরুল হক জিহাদী।
২৪নং ওয়ার্ড যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর মিস্ত্রী পাড়ায় ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মুন্সি মিঞা বাড়ীর প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া। ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের বি-ইউনিটের সভাপতি শাহ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, বাবু সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, চেমন আরা, জহিরুল ইসলাম, আশরাফ উদ্দিন, আকবর আলী, হাসান মোক্তার, নুরুল আফছার, ওসমান গণি আলমগীর, হেলাল উদ্দিন, হাজী ছাগির আহাম্মদ, এডভোকেট রবি সৈয়দ, মো. সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, রেজাউল করিম রিটন, ইমরান আহমেদ শাওন, আজিজুর রহমান, খুরশিদ আলম, মাবু আলম লিটন, ইঞ্জিঃ আরিফ ও আব্দুল মজিদ বিপ্লব প্রমুখ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর : ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরল করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী রোমানা আক্তার চৌধুরী। কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, মানুষ মানুষের জন্য, এই রমজান মাসে যে যতবেশি নেক আমল করবে সে ততবেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করে যাচ্ছি।
৩১নং আলকরন ওয়ার্ড : যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর ফিরিঙ্গি বাজার হোমিও প্যাথিক কলেজ মাঠে ৩০০ অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে চাল, তৈল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন মহানগর আনিফুর রহমান লিটু, নুরন্নবী পারভেজ, সাজ্জাদ হোসাইন চৌধুরী পাভেল, রায়হান নেওয়াজ সজীব, মোঃ আতিকুর রহমান আতিক, মারুফ আহমেদ সিদ্দীক, ইকবাল, রাশেদ চৌধুরী, ইসমাঈল, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী, জুয়েল, সাজিবুল ইসলাম সজীব, জুয়েল দাশ, আসিফ হোসেন মিলাদ, অপু দাশ, মোস্তাফা মামুন, ভুঁইয়া, মাকসুদুর রহমান, মোঃ শোয়েব, জুয়েল আকবর, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, মামুন হোসেন আবির, সাইফুধ রহমান রানা, জুয়েল দাশ রানা।
যুবলীগ নেতা ওয়াহিদুল আলম : যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের আহ্বানে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, যুবলীগ নেতা তাজুল ইসলাম, ইসমাল, অলি আহম্মদ, শহিদুল ফজল তৌহিদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসনাত চৌধুরী, রাকিব, তৌহিদ, ফাহিম, ফরহাদ, রিজভী, আশিক, কাদের, সাকিব প্রমুখ। যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদ বলেন, মানবসেবায় অনন্য অবদান রাখছে মহানগর যুবলীগ। সেই সাথে তিনি দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ : পূর্বনাসিরাবাদ সিএন্ডবি মুখে, সিডিএ এভিনিউ, ২নং ষোলশহর গেট, জিইসি মোড় গরীব উল্লাহ্ মাজার গেটসহ আশপাশের এলাকায় গত শুক্রবার রাতে ২০০ শত ভাসমান কর্মহীন মানুষের মাঝে রান্না করা সেহেরি বিতরণ করেছেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। এ সময় উপস্থিত ছিলেন আলমগির আলম, মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. সাইমুল চৌধুরী, মো. আজম খান, মো. নোয়াব আলী, মো. জামশেদ, মো. মনিরুল ইসলাম প্রমুখ।