হঠাৎ হাটহাজারী মাদ্রাসায় মামুনুল হক

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিয়ে বিতর্কের মুখে থাকা খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আকস্মিকভাবে হাটহাজারী মাদ্রাসায় এসেছেন।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে মাদ্রাসায় পৌঁছান তিনি। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিলেন। তবে তার মাদ্রাসায় আসা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বলেন, আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করতে এসেছিলেন মাওলানা মামুনুল হক। জিয়ারত শেষে তিনি হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তবে অন্য একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে বোনকে দেখতে এসেছিলেন মাওলানা মামুনুল হক। সেখান থেকে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করতে হাটহাজারী মাদ্রাসায় যান। এদিকে তার হঠাৎ আগমনের খবরে বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণার ভালো বগিগুলো যুক্ত হচ্ছে বিজয় ও মেঘনায়
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণে অনুপস্থিত চট্টগ্রামের ৮শ স্বাস্থ্য সহকারীর তালিকা অধিদপ্তরে