হঠাৎ কেন মাথা ন্যাড়া

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টিভি নাটক কিংবা সিনেমা যেখানে যখন যে চরিত্রে অভিনয় করেন সাবলীলভাবে নিজেকে মানিয়ে নেন তিনি। পর্দায় যখন চঞ্চলের চরিত্রটি দেখা যায় মনে হয় এ যেন বাস্তব, কোনো অভিনয় নয়।
গল্পের চরিত্র যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে চঞ্চল চৌধুরী চেষ্টার কমতি রাখেন না। এবার চরিত্রের প্রয়োজনে মাথা ন্যাড়া করলেন এ অভিনেতা। গতকাল শুক্রবার ন্যাড়া মাথার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন চঞ্চল। চঞ্চলের এ লুকটি সবার প্রশংসায় কুড়াচ্ছে। ছবির ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘বলি? না থাক… বলবো না।’ আর হঠাৎ করে এমন লুকে কেন এ নিয়ে অভিনেতার ভক্তদের আগ্রহের কমতি নেই। চঞ্চল চৌধুরী নতুন ওয়েব সিরিজে কাজ করছেন। এটি নির্মাণ করছেন শংখ দাশগুপ্ত। ওয়েব সিরিজটির নাম ‘বলি’। বর্তমানে কুয়াকাটায় এর শুটিং চলছে। নতুন এ ওয়েব সিরিজের চন্যই চঞ্চলের এমন লুক। তবে ‘বলি’ ওয়েব সিরিজটি নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চান না চঞ্চল। তিনি বলেন, এটি ওটিটি প্ল্যার্টফর্ম হইচই কাজ। প্রতিষ্ঠানটি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবে। আপাতত এ বিষয়ে বলতে বারণ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইভ্যালির সঙ্গে নেই, যা বললেন তাহসান-ফারিয়া
পরবর্তী নিবন্ধইয়োহানির দৃষ্টি এখন সামনে