হঠাৎ আমেরিকায় মিশা সওদাগর

আজাদী ডেস্ক | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

ব্যস্ততার মাঝে খানিক ফুরসত পেয়েই স্ত্রী-সন্তানের সাথে সময় কাটাতে গত মঙ্গলবার আমেরিকায় উড়াল দিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা মিশা সওদাগর। হাতে ছিলো বেশ কিছু কাজ। শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং, অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমার শুটিং ও ডাবিং। সব শেষ করেছেন। নতুন কিছু কাজও হাতে আছে। তবে সেগুলোর শিডিউল আপাতত দিচ্ছেন না।
তিনি জানান, কাজ তো করিই, করতে হয়। সংসারেও সময় দেয়া উচিত। সবাইকে খুব মিস করছিলাম। তাই একটু ফাঁকা সময় পেয়ে ছুটে এলাম। খুব ভালো লাগছে।
ফেরার প্রসঙ্গে জানান, এবার অনেকদিন থাকার প্ল্যান আছে। এ মুহূর্তে দেশে ফেরার তেমন তাড়া নেই। হাতের কাজ শেষ করে এসেছি। আর কিছু কাজ আছে যেগুলো শুরু হতে সময় লাগবে। আশা করা যায় আগামী মাসে ফিরবো। আমেরিকায় গিয়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি।
অভিনেতার তথ্যমতে প্রায় ৯ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। যা সত্যিই অভাবনীয়। একটা সময় শাকিব খানের সাথে ভিলেন হিসেবে মিশার জুটির ছিলো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

পূর্ববর্তী নিবন্ধটলিউডে মিথিলার ‘নীতিশাস্ত্র’
পরবর্তী নিবন্ধগুনিনে থাকছেন না নুসরাত ফারিয়া