হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

হজ প্যাকেজের বাকি টাকা আগামী ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। খবর বাসসের।

২০২৫ সালের হজে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এ পত্রে বলা হয়েছেসৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধগুপ্ত হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় : পলক