হজ প্যাকেজের খরচ কমলো প্রায় ১২ হাজার টাকা

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৪:১৩ অপরাহ্ণ

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য সংশোধন করা হয়েছে। ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজ নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।