হজ করতে হেঁটে মক্কার পথে কুমিল্লার আদিব

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

হেঁটে হেঁটে মক্কা শরিফে গিয়ে হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল মালেকের ২৫ বছরের ছেলে আদিব গত শনিবার দুপুর ১২টায় বাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেন। হেঁটে তাকে প্রায় আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি আগামী বছর হজ পালন করবেন। পরিবারের সদস্যরা জানান, আদিব ছোটবেলা থেকেই ভ্রমণপিপাসু। এরই মধ্যে ২০২২ সালের নভেম্বরে তিনি বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরেছেন। খবর বিডিনিউজের।

বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আদিবের কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন সেই দোয়া করি। নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী বলেন, আমরা ওই যুবকের কাগজপত্র দেখেছি। সব ঠিক আছে। আমাদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। আলিফ মাহমুদ আদিব তার যাত্রাপথ সম্পর্কে বলেন, কুমিল্লা থেকে ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে ভারতে যাব। সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাওয়ার ইচ্ছা রয়েছে। নিজের স্বপ্ন পূরণে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন আদিব। এরই মধ্যে তিনি ভারতের ভিসা পেয়েছেন, পাকিস্তানি ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। পথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা কামনা করেন। আদিবের এই যাত্রায় পৃষ্টপোষকতা করছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। আদিবের বাবা আব্দুল মালেক ২০১১ সালে মারা যান। তিন ভাই আর এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের পিয়ন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার