হজ্বযাত্রী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, কাজী শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট কফিল উদ্দিন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, যাহেদুর রহমান যাহেদ, অ্যাডভোকেট মুহাম্মদ ছমি উদ্দিন, অধ্যক্ষ ডা. নুরুল আমিন, একেএম মোফাজ্জল হায়দার, হারুন আল রশিদ, মুহাম্মদ নাঈম, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ শরীফ, আহম্মদ সেলিম চৌধুরী, আহম্মদ হোসেন খান, হুমায়ন কাদের খান খসরু, মোহাম্মদ জিল্লুর রহমান শাকিল, প্রফেসর মো. জসিম উদ্দিন খান, মেহের আলী চৌধুরী, মোহাম্মদ আকতার হোসেন, কমর উদ্দিন আহম্মেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হজ্বের যাবতীয় কিছু রাজধানী ঢাকাকেন্দ্রিক। এতে চট্টগ্রাম বিভাগীয় হজ্বযাত্রী পাহাড়তলী হাজী ক্যাম্পের মাধ্যমে সুফল না পেয়ে রাজধানী ঢাকায় ঘনঘন যাতায়াত করতে হচ্ছে। শত বছর বা তারও অধিক সময় ধরে চট্টগ্রামের সাথে হজ্ব কার্যক্রম জড়িত। রয়েছে পাহাড়তলী হাজী ক্যাম্প এবং আন্তর্জাতিক বিমান বন্দর। হজ্বযাত্রীগণের বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম বিভাগীয় হজ্ব অফিস হিসেবে পাহাড়তলী হজ্ব অফিস চালু করা অত্যাবশ্যক। প্রেস বিজ্ঞপ্তি।