হজীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করবে সৌদি আরব। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে এ নির্দেশ জারি করেছেন। সৌদি আরবের দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, হজের অনুমতি পাওয়ার পূর্বশর্ত হবে করোনাভাইরাসের টিকা নেওয়া।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হজের আগে কর্তৃপক্ষকে অবশ্যই মক্কা ও আল-মদিনায় স্বাস্থ্যখাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা হজ করবেন তাদের করোনা টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা।