পীরানে পীর দস্তগীর হজরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানীর (রা.) ওফাত দিবস স্মরণে হজরত শাহ সুফি আমানত খান (রহ🙂 দরগাহ শরিফে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনে পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহুম পালিত হয়েছে। হজরত শাহসুফি আমানত খান (রহ🙂 দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার যৌথ উদ্যোগে শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআন শরিফ খতম, গাউছিয়া শরিফ, শাজরাহ কাদেরিয়া আমানতীয়া বেলায়েতীয়া পাঠ এবং নাতে রাসুল (দ) মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল–আমানতী। সভাপতির বক্তব্যে তিনি বড়পীর (রা.)-এর জীবনাদর্শ অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তকরির (আলোচনা) পেশ করেন মাওলানা মোঃ ইয়াছিন আল–মাদানী এবং দরগাহ শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তবারক আলী। নাতে রাসুল (দ) পরিবেশন করেন শায়ের মৌলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব ছিদ্দিকী, মোঃ মুনিরুল ইসলাম অপু, মোঃ জিয়াউর রহমান, শওকত হোসেন সবুজ, মোঃ সমসু, মোঃ তারেক, মোঃ দেলোয়ার সহ আশেক ও ভক্তবৃন্দ। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় দেশ ও জাতির উন্নতি ও কল্যাণ কামনা করে শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল–আমানতীর পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। সবশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।