হক মার্কেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

হক মার্কেট ইউনিট-২ ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় সভা সোমবার (১৮ অক্টোবর) রাত ৮টায় বহদ্দারহাটস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নেয়ামত উল্লাহ আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রায়হান করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আমিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য এসরারুল হক, নুরুল আলম শিপু, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম ও জয়নাল আবেদীন দুলাল। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম, দপ্তর সম্পাদক আবুল কালাম, নেজাম উদ্দিন, মো. আলী, গীতারাণী মুহুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. কামরুজ্জামান, মো. আলী আকবর, আবদুর রহমান কবির, মঈন উদ্দিন চৌধুরী, মো. ওমর ফারুক প্রমুখ। সভায় কার্যকরি পরিষদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মের মাঝেই বেঁচে থাকবেন প্রকৌশলী আলী আশরাফ
পরবর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন টিটু