আগের দিনই ঘোষণা দেওয়া হয়েছিল গতকাল বৃহস্পতিবার হকি মাঠে আসবেন আলোচিত চিত্র নায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। যে কারণে আগের কয়েকদিনের তুলনায় ভাসানী স্টেডিয়ামে বহস্পতিবার দর্শকের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রথম ম্যাচের বিরতিতে খেলা সম্প্রচার করা টি-স্পোর্টস ঘোষণা দিয়েছিল দ্বিতীয় ম্যাচের বিরতি থাকবে আরও আকর্ষণ। সেই আকর্ষণ যে পরীমনি দম্পতির আগমন সেটা বুঝতে বাকি ছিল না দর্শকদের। প্রথম ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ভাসানী স্টেডিয়ামে প্রবেশ করেন পরীমনি। তবে দর্শকরা অনেক আগে থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় করেছিল তার আসার অপেক্ষায়।
দর্শকদের সে ভিড় এক সময় বিশৃঙ্খলা তৈরি করে। শতশত ক্যামরা ও মোবাইল তাক করে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়েছিল ভক্তরা। পরীমনি ও তার স্বামী রাজকে ভেতরে নিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ধাক্কাধাক্কির মধ্যে কোনো রকম পরীমনি দম্পতিকে ভেতরে নেওয়া হয়। পরীমনি একপর্যায়ে ভিভিআইপি বঙে বসে সংবাদ মাধ্যমকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘বিষয়টি এঙসাইটেড। বাসা থেকে এটা কাজ করছিল। এখানে এত লোকের ক্রাউড আসলে ভালো লাগছে। আমারও হকিকে ঘিরে বড় প্রত্যাশা।’ বিরতিতে টার্ফে গিয়ে দর্শকদের অভিবাধনের জবাব দিয়েছেন পরীমনি। স্টিক দিয়ে কিছুক্ষণের জন্য খেলেছেনও! তবে তিনি গোল করতে পারলেও রাজ পারেননি। এ নিয়ে পরে প্রশ্ন করতেই পরীমনি বললেন, ‘সংসার তো আমাদের। তাই এখানে জেতাজেতির কিছু নেই।’ একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে স্টেডিয়ামে এসেছেন রাজ-পরীমনি। সন্তানকে ঘিরে প্রশ্ন ছিল মিডিয়া কর্মীদের। রাজ্য বড় হয়ে খেলোয়াড় হবে কিনা। এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেছেন, ‘রাজ্য বড় হয়ে কী হবে, তা ওর ওপর নির্ভর করে। বড় হোক। ও ঠিক করবে।’