হকি কেন্দ্র আয়োজিত সুপার লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪৬ অপরাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত মওসুমের প্রথম হকি সুপার লিগে প্রথম ম্যাচে ক্রাউন লিগেসি ৪০ গোলে রয়েল পুসার্সকে পরাজিত করে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার ১৪,১৮ মিনিটে বিজয়ী দলের রাজিব ২টি,এবং ৯ ও ২০ মিনিটে সাজ্জাদ,এসকান্দার ১টি করে গোল করে। দ্বিতীয় ম্যাচে হকি লায়নকে ২১ গোলে হারায় দূর্জয় ড্রিবেলার্স। হকি লায়নের পলাশ প্রথম গোল করেন। পরে দূর্জয় ড্রিবেলার্সের অধিনায়ক খালেদ এবং দ্বীপ গোল করেন। ছয় ম্যাচের এই সুপার লিগে ২ টি করে ম্যাচ শেষে দূর্জয় ড্রিবেলার্স ও ক্রউন লিগেসি ৬ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে ছাত্রলীগের মিছিল, ১১ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের অগ্রিম টিকেট কিনতে ৪৫ লাখের বেশি আবেদন