চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছে হকি ইভেন্ট। অবহেলিত হকি খেলার বৈষম্য দূরীকরণে হকি কেন্দ্র আয়োজন করেছে প্রতিবাদী হকি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে কেন্দ্র লাল দল ৭–৩ গোলের বড় ব্যবধানে কেন্দ্র সবুজ দলকে পরাজিত করে সিরিজে ১–০ এগিয়ে গেল। গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত বৃষ্টিস্নাত ম্যাচে চমৎকার নৈপুন্য দেখিয়ে উভয় দল প্রাণবন্ত এক হকি ম্যাচ উপহার দেয়। খেলায় লাল দলের পক্ষে সাজ্জাদ হ্যাট্রিক করেন। অন্বেষ ও অর্পণ ২টি করে গোল করেন। অপর দিকে সবুজ দলের পক্ষে জেভিয়ার, অনিক, সিদ্ধার্থ, সবুজ ১টি করে গোল করেন। এর আগে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়‘রা হকি খেলায় বৈষম্য দূর করে নিয়মিত হকি লিগ ও টুর্নামেন্ট আয়োজনসহ নিবিড় প্রশিক্ষণের যথাযথ সুযোগ প্রদানের লক্ষে প্রতিবাদী শ্লোগান দিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। সিরিজের পরবর্তী ম্যাচ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টায় অনুষ্ঠিত হবে।