চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতায় হকি আম্পায়ার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান গত ১৮ অক্টোবর সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক তরুণ কান্তি ভট্টাচার্য, কোর্সের দায়িত্ব পালনকারী ঢাকা থেকে আগত প্রথম শ্রেণীর হকি আম্পায়ার জাহিদ হোসেন, সিজেকেএস হকি কমিটির সদস্য মহসিনুল হক চৌধুরী, কাজী মঈনুল হোসেন ও এ টি এম কাউছার হাবিব। এ কোর্সে চট্টগ্রামের ১৫ জন হকি আম্পায়ার অংশগ্রহণ করেন।