হকিতে ইরানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:৩৫ পূর্বাহ্ণ

এএইচএফ কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরুতে গোল করে বাংলাদেশ দলকে ভয় পাইয়ে দিয়েছিল ইরান। কিন্তু তাদের অগ্রগামিতা বেশি সময় থাকেনি। ৫ মিনিটের মধ্যে ম্যাচ সমতায় ফেরায় লাল-সবুজের দল। পরে একের পর এক লক্ষ্যভেদ করতে থাকে। ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিক করেন। গতকাল মঙ্গলবার জাকার্তায় অনুষ্ঠিত খেলায় ৪ মিনিটে ইরান এগিয়ে যায়। ৫ মিনিট পর বাংলাদেশ সমতায় ফেরে। রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ার হোসেনের থামানো বলে আশরাফুল লক্ষ্যভেদ করেন। ২৯ মিনিটে আবারও গোল। জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ব্যবধান দ্বিগুণ করেন। ৩ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। গোল উৎসব এখানেই থামেনি বাংলাদেশের। ৩৬ মিনিটে আবারও লক্ষ্যভেদ। মিলন হোসেন চতুর্থ গোল করে প্রতিপক্ষকে প্রায় ছিটকেই দেন। ৩ মিনিট পর আশরাফুল ইসলাম হ্যাটট্রিক করেন। পেনাল্টি কর্নার থেকে দলকে উপহার দেন পঞ্চম গোল। তবে ৪১ মিনিটে ইরান ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দেয়। তাহেরিরাদ নাভিদ ফিল্ড গোল করে ব্যবধান কমান, স্কোরলাইন হয় ৫-২। বাংলাদেশ আবারও গোল পায় ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। রোমান সরকার ষষ্ঠ গোল করেন। এর আগে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সমান ম্যাচে ইরানের পয়েন্ট ৩। ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল হবে ২০ মার্চ। এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়া কাপে।

পূর্ববর্তী নিবন্ধআবেদীন ক্লাব হারালো আবাহনী জুনিয়রকে
পরবর্তী নিবন্ধনিজের একাডেমির ক্রিকেটারদের নিয়ে শিরোপা জেতায় আনন্দটা বেশি জামিলের