সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জহুর হকার মার্কেট পরিদর্শনে গিয়ে ১৫ দোকানিকে নগদ ৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রোববার অনুদান প্রদানকালে নওফেল বলেন, আপনারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুনে আমাদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আপনাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। আজ আমিও এসেছি। সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ালাম। এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সারা দেশের মতো চট্টগ্রামেও সোয়া পাঁচ লাখেরও বেশি পরিবার কার্ডধারী ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোগ্যপণ্য পাবেন। বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে যেমন রাষ্ট্র পরিচালনা করেন তেমন সাধারণ জণগণের খুঁটিনাটি খবরও রাখেন। এই কার্ড প্রদানের কারণে আগে একজন ব্যক্তি একাধিকবার পণ্য ক্রয় করার বা টিসিবির ডিলারেরা পণ্য অন্যথায় বিক্রি করে দেওয়ার যে অভিযোগ ছিল সেই ধরনের আর কোনো সুযোগ রইলো না। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন শাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












