হকারদের কবল হতে ফুটপাত মুক্ত করা হোক

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

সম্মান পূর্বক আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, চট্টগ্রাম মহানগরের জনসাধারণের চলাচলের ফুটপাত তথা নগরের নিউমার্কেট এলাকা হতে শহিদ মিনার পর্যন্ত হকারগণ দখল করে ব্যবসা করতেছে। শহিদ মিনার ফুটপাতগুলি টাইলস্‌ করে রেলিং দেওয়া হয়েছে মানুষের চলাফেরার সুবিধার্থে। কিন্তু শহিদ মিনার এলাকার ফুটপাতে নানা রকম কাঠের ফার্নিচার, খাটপালং তৈরী করছে। যার জন্য জনগণের ফুটপাত দিয়ে চলাচল খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। বিগত সরকারের আমল থেকে এই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। তাই আপনি একজন সচেতন মেয়র হিসেবে দাযিত্ব নেওয়ার পর অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। এমতাবস্থায়, আপনি ফুটপাতের দিকে দৃষ্টি দেবেন এবং ফুটপাতকে হকারদের কবল হতে মুক্ত করে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেবেন এই আমাদের প্রত্যাশা।

অমিতাভ সেন

ইশ্বরনন্দী লেইন,

চট্টগ্রাম ।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী মাস্টার : শিক্ষা আর সমাজ সেবায় অনন্য পথিকৃৎ
পরবর্তী নিবন্ধপলাশ শিমুল কৃষ্ণচূড়ার কথা