এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম–অ্যাওয়ে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৮ সদস্যদের প্রাথমিক দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা,ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া,শাকিল আহাদ তপু, সুমন রেজা,জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব,আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ,সাদ উদ্দিন,তারিক কাজী,তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ।