চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া পোস্ট অফিস মোড় এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল আসছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে পড়ে যায় এক যুবক। দ্রুত গতির বাইক তাকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফিট দূরত্বে ছিটকে পড়েন। চারপাশ থেকে স্থানীয়রা এগিয়ে এলে তৈরি হয় জটলা। ভিড় ঠেলে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছেন। পাশে পড়ে রয়েছে তার ব্যবহৃত বাইকটিও। হাত–পায়ে রক্তাক্ত জখম। তখন আহত যুবককে উদ্ধার করে পাশের ওষুধের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আরেক আহত যুবক চিকিৎসা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী শফিউল আলম উপজেলার হাইদগাঁও আকবরিয়া দরবার এলাকার রফিক আহমদের পুত্র। আহত পথচারী যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পটিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জিল্লুর রহিম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। নম্বর না থাকায় মামলা দায়ের করা হয়েছে।












