সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৩

মহেশখালী ও চকরিয়া

মহেশখালী ও চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মহেশখালী ও চকরিয়ায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মহেশখালী প্রতিনিধি জানান, উপজেলায় সিএনজি অটোরিকশা চাপায় তানভীর মাহতাব আলভী (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা উল্টে গিয়ে গুরুতর আহত হয়েছেন ৩ যাত্রী। গতকাল সকালে উপজেলার গোরকঘাটা-জনতা বাজার সড়কের কালারমারছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের বেপরোয়া গতির ঘাতক অটোরিকশাটি বদরখালীর দিক থেকে কালারমারছড়া বাজারের দিকে আসছিল। এ সময় শিশুটি রাস্তা পারাপার হতে গেলে অটোরিকশাটি তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ সময় অটোরিকশাটি সড়কে উল্টে গেলে গাড়িতে থাকা সাতকানিয়া এলাকার ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বদরখালী হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার প্রতিবাদে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ দুর্ঘটনায় শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করে দেন। চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলার ডুলহাজারা পাগলিরবিল এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সাতঘরিয়া গ্রামের হোসেন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোয়াইবুল ইসলাম গতকাল ভোরে নামাজ শেষে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ির কাছে সড়কের ওপর বাসের জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু কঙবাজার থেকে চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শাফায়েত হোসেন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা জুঁইদণ্ডীতে আজ প্রতীক্ষিত নির্বাচন
পরবর্তী নিবন্ধপ্রশ্নপত্র ফাঁস : ভাইস চেয়ারম্যান রূপাসহ ১০ জন রিমান্ডে