সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ২ আহত ৫

টেকনাফ ও কর্ণফুলী

টেকনাফ ও পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

টেকনাফ ও কর্ণফুলী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ও বিকেলে এ ঘটনা ঘটে।
টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে পালংখালী গয়াল এনজিও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বালুখালী এলাকার রোহিঙ্গা হামিদ হোছনের পুত্র মো. আব্দুল্লাহ (১৮) এবং টেকনাফ নতুন পল্লান পাড়ার মৃত নূর মোহাম্মদের পুত্র জহিরুল ইসলাম (২৬) মারা যান। আহতের নাম শরীফা বেগম। তিনি নিহত আব্দুল্লাহর বোন।
জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে কঙবাজার-থ-১১-৬৬৪৯ নম্বরের সিএনজিটি কঙবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু তেচ্ছিব্রিজ এলাকায় পৌঁছলে টেকনাফমুখী কঙবাজার-জ-১১-০২৩১ নম্বরের বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মঞ্জু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় বাস চালক গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে।
অপরদিকে পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর বাদামতল এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পটিয়া উপজেলার চন্দন দাশ ও স্ত্রী পূর্ণিমা দাশ (৪০), কর্ণফুলী থানার ডাকপাড়া ইউনিয়নের আমির আহমেদের ছেলে নাছির (৩৮) ও অটোরিকশার যাত্রী রূপা (৩৪)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআরো দুই নারীর মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রাণীর খাদ্যেও থাকতে হবে আয়োডিনযুক্ত লবণ