অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি চালিত যানবাহনের ওপর। কমে গেছে যান চলাচল। যেসব সিএনজি টেক্সি চালক শুক্রবার রাতে গ্যাস নিয়ে রেখেছেন, তাদের দাপট ছিল নগর জুড়ে। সাথে রিকশার দাপটতো ছিলই। গতকাল শনিবার একদিকে তাই পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে বিকল্প যানবাহনে যেতে গুণতে হয়েছে বেশি ভাড়া।
সরেজমিনে গতকাল দুপুর গড়াতেই দেখা গেছে, নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে বহু মানুষ। কেউ যাবেন বাসায়, আবার কেউবা যাবেন প্রয়োজনীয় কাজে। এই সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা (প্যাডেল এবং ব্যাটারি উভয়ই) চালকরাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
তাওহীদ নামে এক যাত্রী বলেন, আমি চেরাগি থেকে দেড়শ টাকা সিএনজি ভাড়া দিয়ে কাঠগড় যাই। এখন বলছে আড়াইশ। যাত্রীদের অভিযোগ পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সিএনজি টেক্সি চালকরা। এটা যাত্রীদের সঙ্গে জুলুমের শামিল। আকলিমা বেগম নামে এক যাত্রী বলেন, লালখানবাজার যাবো। কিন্তু রিকশা, টেক্সি কোনোটাই পাচ্ছি না।