পার্বত্য জেলা রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় একটি মালবাহী ট্রাক চাপায় সাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ মাসুম (১৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং বাইট্টাপাড়া এলাকার মুদি দোকানি হান্নান মিয়ার ছেলে।
লংগদু ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাবু বলেন, মাসুম সন্ধ্যার পর সাইকেল নিয়ে বাড়ির সামনের সড়কে যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার এসআই মো. সাইফুল (৩৮) ও মোটরসাইকেল চালক মো. হাফেজ। আহতরা হলেন, কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান (২৮), অপরজনের নাম–পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, মানিকছড়ি থানার এসআই মো. সাইফুল এবং কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান মানিকছড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফটিকছড়ি থানার দিকে আসছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেল যোগে ফটিকছড়ি থেকে মানিকছড়ির দিকে যাচ্ছিলেন মো. হাফেজ। চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুকোমুকি সংঘর্ষ ঘটে। এতে সাইফুল ও হাফেজ দুজনেই প্রাণ হারান।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে নিহত দুইজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।












