সড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার তুলাতল এলাকায় বছরের পর বছর সড়কের পাশে দাঁড়িয়ে আছে একটি শুকনো তুলো গাছ। গাছটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার কথা বলছেন স্থানীয়রা। দ্রুত গাছটি অপসারণ করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ব্যাটারি রিকশা চালক মো. মহিউদ্দীন বলেন, কয়েকদিন আগে গাছের একটি বড় ডাল ভেঙে রিকশার ওপর পড়লে রিকশাটি ভেঙে যায়। এ সময় চালক থাকলে হয়তো তিনি গুরুতর আহত হতেন। স্থানীয়রা জানান, গাছটি যেকোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে। এতে মানুষও নিহত হতে পারে। গাছটি দ্রুত অপসারণ করা সময়ের দাবি।

সরেজমিনে দেখা যায়, গাছটি শুকনো অবস্থায় দাঁড়িয়ে আছে। সামান্য বাতাস এলেই উপরের অংশ দুলতে থাকে। এতে যেকোনো সময় ভেঙে পড়তে পারে গাছটি। এটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে দৈনিক শত শত গাড়ি চলাচল করে এবং পাশেই রয়েছে রেললাইন। সড়ক দিয়ে স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে। এমন সময় মরা গাছটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ্‌ বলেন, আমি এখনই পৌর প্রশাসককে বলে দিচ্ছি। নিয়মনীতি মেনে গাছটি দ্রুত কেটে ফেলার ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৫ জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধশুধুমাত্র জ্বালানির সম্প্রসারণ নয়, তা যেন পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক হয়