সড়কের পাশাপাশি নৌপথেও সার পরিবহনের সিদ্ধান্ত

সিইউএফএলে উচ্চ পর্যায়ের বৈঠক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে দেশব্যাপী ইউরিয়া সারের সরবরাহ বাড়াতে সড়কপথের পাশাপাশি নৌপথেও সার পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে সড়কপথে সারের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সার পরিবহনে জড়িত পরিবহন ঠিকাদার এবং বাফার কেরিয়ারদের সারের প্রবাহ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল সকালে সিইউএফএলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা এবং সবকিছু সরেজমিনে পরিদর্শনের পর উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চট্টগ্রাম থেকে দেশব্যাপী সার পরিবহনে সৃষ্ট সংকট সুরাহা করতে এই বৈঠক হয়। ঢাকা থেকে আসা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং বহুজাতিক সার কারখানা কাফকোর উচ্চ পর্যায়ের দুটি টিমের কর্মকর্তারা কাফকো, সিইউএফএল, ড্যাপ, পরিবহন ঠিকাদার এবং বাফার কেরিয়ারের সাথে বৈঠক করেন। বৈঠকে কাফকো থেকে প্রতিদিন আড়াই হাজার টন সার পরিবহন করার কথা থাকলেও তা ১৭শ টনে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে কাফকো থেকে সার সরবরাহ দৈনিক আড়াই হাজার টনে উন্নীত এবং তা দেশের ২৫টি বাফার গুদামে পাঠানোর ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়। কৃষির ভর মৌসুমে সার সরবরাহ নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে উল্লেখ করে বলা হয়, যেকোনো মূল্যে সারের প্রবাহ ঠিকঠাক রাখতে হবে।

বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর সড়কপথের পাশাপাশি নৌপথেও সার পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়। কাফকোর উৎপাদিত সার সিইউএফএল জেটিতে এনে ওখান থেকে লাইটারেজ জাহাজে বোঝাই করে বাফার গুদামে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সড়কপথের পাশাপাশি নৌপথে সার পরিবহন করা সম্ভব হলে বিদ্যমান ১৭শ টন থেকে আড়াই হাজার টনে উন্নীত হবে। তবে এক্ষেত্রে জেটি সংস্কারসহ বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। বৈঠকে আলোচনার পর নতুন করে আরেকটি বৈঠক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উচ্চ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড্যাপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, বিসিআইসির সিনিয়র জিএম (মার্কেটিং) মঞ্জুর রেজা, কাফকোর টিম লিডার জসিমউদ্দিন ভুঁইয়া, মেজর (অব.) আনিসুর রহমান, সিইউএফএলের জিএম আবদুল্লাহ আল মামুন, ডিজিএম আনোয়ার হোসেন, ম্যানেজার আবদুল মোনায়েম, পরিবহন ঠিকাদার ব্রাদার্স কর্পোরেশনের এমডি এম এম আজীজ চৌধুরী, গ্রাম সিকো লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম, ফয়সল অ্যান্ড কোম্পানির সাইফুল আলম, এস এ এন্টারপ্রাইজের নুরুল আবসার, লাইটারেজ ঠিকাদারের প্রতিনিধি কার্তিক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএকজনকে হত্যার জন্য গুলি, মারা গেল আরেকজন
পরবর্তী নিবন্ধআগের শর্তেই খালেদার মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ছে