একাকীত্ব ভাবে কখনও জীবনযাপন করা সম্ভব নয়। পৃথিবীতে সভ্যতা যুগ শুরু হওয়া পর্যন্ত মানুষ সংঘবদ্ধভাবে জীবনযাপন করে আসছে। তাই সকলের জীবনের পথচলায় সঙ্গীর প্রয়োজন ঘটে। এ ক্ষেত্রে জীবনের চলার পথে যথার্থ ও সুষ্ঠু বিকাশের জন্য সৎ সঙ্গীর বিশেষ প্রয়োজন। সৎ সঙ্গী তৈরী করতে প্রয়োজন হয় সৎ মানুষের।
পরশপাথরের একটুখানি ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে যায়। তেমনি সৎ মানুুষকে সঙ্গী হিসেবে পেলে তার প্রভাব সে মানুষটি সুন্দর চরিত্রের অধিকারী হয়ে ওঠে। সৎ মানুষই তেমনি পরশপাথরের মতো। তেমনি অন্যদিকে অসৎ সঙ্গ মানুষকে নরক এবং তার জীবনকে দুর্বিষহ করে তোলে। সব লোককে আপনি বিশ্বাস করে বন্ধু ভাববেন সেটা কিন্তু ঠিক নয়।
মনে রাখতে হবে যে, সুসময়ে অনেকেই বন্ধু সেজে আসবে, কিন্তু দুঃসময়ে এদের কাউকে কাছে পাওয়া যায় না। তাই আপনার সঙ্গী নির্বাচন করতে আপনাকেই প্রথম সতর্ক থাকতে হবে।
কারণ, আপনার ভালো মন্দ আপনি ভালো বুঝবেন। নৈতিকভাবে দৃঢ়চিত্ত ব্যক্তি অসৎ সঙ্গ দ্বারা কখনও প্রভাবিত হয় না বরং তার স্পর্শে অসৎ পথের পথিকের কাছে সেই দৃঢ়চিত্ত ব্যক্তি আদর্শ হতে পারে। সৎসঙ্গ নির্বাচন করতে হলে আপনাকেই বুঝে শুনে নির্বাচন করতে হবে।