ভুলে যাওয়া তুমি কেন–
আবার আসিলে ফিরে
আবার আনিলে টেনে
স্মৃতি ডোবা নদীতীরে ।
যে গান গেয়েছি কতো
বিরহ বেহাগ সুরে
হারিয়েছি সেই গান
বেদনা অন্তপুরে
যতনে ভুলে যাওয়া
দূঃখ জাগানিয়া স্মৃতি
কেন যে স্মরণ করো
সুখের কমল নীড়ে ।
সেদিন সন্ধ্যা রাত
ভরেছিল ফুলে ফুলে
জীবন তরণী আজ
বেঁধেছি অন্যকূলে
মুছে ফেলো আঁখিজল
বিদূর আঁচল দিয়ে
ভুলে যাও সব ব্যথা
ঘুমাও সুখের নীড়ে !