স্মৃতির পাতায় ভর করে শৈশবকে স্মরণ

এসএসসি ব্যাচ ৮৬’বন্ধুসভার মিলনমেলা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

‘এসো মিলি বন্ধুসভায়’- শিরোনামে ৮৬’বন্ধুসভার মিলনমেলা ২৭ নভেম্বর স্টেশন রোডস্থ একটি হোটেলে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়। এসএসসি ব্যাচ ১৯৮৬ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন ৮৬ ব্যাচের বহু গুণী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ইলিয়াস মোল্লা এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর কামরুল হুদা, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি আবু সাইয়েদ, চট্টগ্রাম জেলা সমাজসেবার ডিডি শহীদুল ইসলাম, ১৯৮৬ ব্যাচের এডমিন আশরাফুল হক সোহেল, সারেকুর রহমান, মানবিকতায় ৮৬’র সভাপতি মারসাদ খুকি, মডারেটর জামাল চৌধুরী, নাহিদ আকতার, সাংবাদিক নজরুল কবির, সৌমিত্র ভাদ্র, মনির হোসেন, ডা. জেসমিন, সিমি, পপি, সিবলী, খালিদ হাসান, নাসরিন, আসাদুজ্জামান খান, সাগর, টিপু, ডা. ফারুখ চৌধুরী, ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, সিরাজ, লিটন দাশ, মাহমুদুল হাসান, ফজলু, ইব্রাহিম, মুজিব, সেলিম আইয়ুব খাঁন, আলভি, খুরশিদ আমিন, নিজাম, মাসুদ করিম, রেজাউল করিম, শাহিন, ইউনুস, আকতারুজ্জামান, লাভলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক উপ-কমিটির সদস্য সচিব একে মজুমদার ও সদস্য নুরুল কবির নিরু। এতে অংশগ্রহণকারীদের অনেকে বলেন, দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। এভাবে অনুষ্ঠানস্থল যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে স্মৃতির পাতায় ভর করে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবু বু ওয়ার্ল্ডে এতিম শিশুদের স্বপ্ন রঙিন একটি দিন
পরবর্তী নিবন্ধশিক্ষকই পারেন শিক্ষার্থীর ভিত্তি গড়তে : সুজন