স্মার্ট শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সুজন

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

স্মার্ট শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার শাহ্‌ছুফী মঈনুদ্দীন শাহ্‌ (.) দাখিল মাদরাসা আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের সফল রাষ্ট্রনায়ক। তাই তাদেরকে এখন থেকেই সেভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষকছাত্রঅভিভাবক সমন্বয়ে একটি স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদরাসায় কি পড়ানো হচ্ছে তা প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ছে কিনা তাও খতিয়ে দেখার আহবান জানান তিনি। এছাড়া মাদরাসার যেকোনো প্রয়োজনে সুপারিনটেনডেন্ট অথবা শিক্ষকদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন সুজন। মাদরাসা সুপারিনটেনডেন্ট মো. আলী নেওয়াজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গভর্ণিং বডিং সদস্য মো. লোকমান, মো. মনির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কার-টেক্সি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৩
পরবর্তী নিবন্ধনববর্ষ উদযাপন পরিষদের সভা