স্মার্ট বাংলাদেশ রূপান্তরে মাদরাসা শিক্ষার্থীদের সারথী হতে হবে

দারুল উলুম মাদরাসার অনুষ্ঠানে সুজন

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার্থীরা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার সকালে দারুল উলূম কামিল মাদরাসায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মত প্রকাশ করেন তিনি।

 

এ সময় সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার মূল হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। আর ডিজিটাল সংযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে কম্পিউটার দক্ষতা।

শতাব্দী প্রাচীন দারুল উলূম কামিল মাদরাসা সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে। দেশের প্রথম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে এ সেন্টার থেকে কম্পিউটার দক্ষতা অর্জন করে স্মার্ট প্রজন্ম হিসেবে বের হয়ে আসবে আমাদের মাদরাসা শিক্ষার্থীরা। মাদরাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে অর্ন্তভুক্ত করে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের অবারিত সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি মাদরাসায় শেখ রাসেল আই.টি ল্যাব স্থাপনের মধ্য দিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী।

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে প্রথমেই স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে হবে। আর চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপান্তরের যে কাজ চলছে সে কাজে মাদরাসা শিক্ষার্থীদের সারথী হওয়ার আহ্বান জানান সুজন। মাদরাসা অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি সনাতন ধর্ম পরিষদের বাণী অর্চনা উৎসব
পরবর্তী নিবন্ধনগরীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা উদ্বোধন