স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে

প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ তাঁরাই শিক্ষার ভিত্তি স্থাপনের মূল কারিগর। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা বাস্তবায়নের অংশীদার প্রাথমিক শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করা সহজ হবে।

গত বৃহস্পতিবার হাটহাজারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, শিক্ষক নেতা সৈয়দ মুহাম্মদ নূরুল আবসার, সৈয়দ মনজুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে চসিকের ডাম্পিংয়ের ময়লা ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ