স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে

লোহাগাড়ার কলাউজানে ধর্ম সম্মেলনে মোতালেব এমপি

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য এম এ মোতালেব বলেছেন, বাংলাদেশ অসামপ্রদায়িক চেতনার একটি রাষ্ট্র। এদেশে সকল ধর্মের মানুষ সমমর্যাদায় ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল শুক্রবার লোহাগাড়া উপজেলার কলাউজান সার্বজনীন রাধাকৃষ্ণ ও কালী মন্দিরের বার্ষিক ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ সুখময় চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রিটন দাশ, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদওয়ানুল ইসলাম সুমন। স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধূর্জটি প্রসাদ দাশ রুনু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক টিটো দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উজিরবিটা উচ্চ বিদ্যালয় সহপ্রধান শিক্ষক শংকর কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের মাতৃভাষা দিবস সম্মাননা ও বসন্ত উৎসব
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ স্কুলের ৫৫ বছর পূর্তি উৎসব