স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের ভূমিকা অপরিসীম

সীতাকুণ্ড কলেজ ডে-ক্যাম্পে ও দীক্ষায় বক্তারা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড কলেজ ডেক্যাম্পে ও দীক্ষায় বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি

মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশের এক মাধ্যম হলো রোভার স্কাউট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের ভূমিকা অপরিসীম। সেবার ব্রত হয়ে রোভার সদস্যরা বরাবরের মতো সামাজিক ও জাতীয় স্বার্থে যেভাবে এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা সীতাকুণ্ড কলেজের রোভার স্কাউটরা সামনের দিকে অগ্রসর হবে। গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিটের ডেক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা রোভার সহকারী কমিশনার অধ্যক্ষ নুরুল আফছার (এএলটি) এসব কথা বলেন। সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সভাপতিত্বে ও কলেজের রোভার স্কাউট ইউনিটের আরএসএল মোহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা।

পূর্ববর্তী নিবন্ধএকজন গৌরি গিল
পরবর্তী নিবন্ধদোলনা বড়ুয়া তৃষার ‘অভয়াচারিণী’ একটি জীবন সংলগ্ন উপন্যাস