স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগ সারাদেশে প্রশংসনীয়

শেখ হাসিনার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

কাউন্সিলর নাজমুল হক ডিউক : ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে নগরীর খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণরত সকল শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর ছোট পুস্তিকা প্রদান করা হয়। এবং ঐ পুস্তিকার আলোকে তাৎক্ষণিক ২০ টি প্রশ্নের উত্তর প্রদানের মধ্যে দিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়। এই পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং তাঁর রাজনৈতিক দর্শনাবলী চর্চার মধ্যে দিয়ে নিজেদের তৈরী করার মানসে আগ্রহী হয়। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লিখিত বই উপহার হিসেবে প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উদ্বোধক হিসেবে ছিলেন এনজিও প্রতিষ্ঠান মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মাহমুদুল হক, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, আশরাফুল আলম আরজু, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক নাছির উদ্দীন, আব্দুস সামাদ, আব্দুল বারেক, শামসুদ্দিন, জহিরুল ইসলাম, মো: শাহআলম, আশরাফ উদ্দিন, ওসমান গনি আলমগীর, সেলিম মিয়া, মোঃ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উত্তর জেলা যুব মহিলা লীগ : চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দিন আহমেদ চৌধুরী, উপদেষ্টা এডভোকেট এম এ নাসের, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, এডভোকেট ফাতেমা নার্গিস হেলনা, পারভিন আক্তার, ইয়াসমিন আক্তার, ফরিদা বেগম, জাহেদা বেগম, জিন্নাত প্রমুখ।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ : শুক্রবার বিকেলে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজার সভাপতিত্বে ও শেখ শহিদুল ইসলাম এবং আবদুল মান্নান রানার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ ইমরান, ভাইসচেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল করিম বাবুল, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, আবদুর রউফ, নুরুল ইসলাম, চেয়ারম্যান আবুল মোকাররম, এস এম জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, কৃষক লীগের সভাপতি শফিকুল আলম, আবদুর সোবহান, ওয়াসিম মুরাদ কার্তিক মেম্বার প্রমুখ।

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগস্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দীন আহমেদের নন্দীরহাটস্থ দলীয় কার্যালয়ে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া আমানত নয়ন, সদস্য জামাল মিয়া, মো. রফিক, মো. ফোরকান, মো. জসিম উদ্দিন, মো. সেলিম, মো. শফি, লোকমান হাকিম, রাসেদুল আলম, সাইফুল আলম রুবেল, শাহেদ নেওয়াজ, শিমুল দে, আবু সায়েম চৌধুরী সেতু, গাজী আক্কাস, ফরহাদুল আলম ফরহাদ, ওসমান গণি (বাবু), ওমর ফয়সাল, জাহেদুল আলম, মো. রায়হান, সাকিব, মুন্না তালুকদার, মো. সালমান প্রমুখ।

মোজাম্বিক আওয়ামী লীগ : আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মোজাম্বিক কেন্দ্রীয় আ.লীগের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নির্দেশে মোজাম্বিকের বিভিন্ন প্রাদেশিক, প্রভিন্সিয়া ও ডিস্ট্রিক্টে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়। এ সময় মোজাম্বিক আ.লীগের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, .লীগ নেতা হারুনুর রশিদ, যুবলীগ নেতা ওয়াসিম, মোহাম্মদ জুয়েল, হাসান মুরাদ, মোজাম্বিক আ.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ নূর, আবুল কাশেম, শাহাজাহান চৌধুরী, মানিকা শাখা আ.লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সারোয়ার আলম লিটন, যুবলীগ নেতা আব্দুল গফুর মানিক, আব্দুল গফুর, বাবু, মাহমুদুল, সিফাত ইসলাম রিয়াদ, মোরশেদুল আলম মিশু, মফিজ উদ্দিন, রেজাউল করিম, রাশেদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভানেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ মোনাজাত করা হয়।

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এস .এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক গোলাম গফুর ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সাগরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি গাজী মো. ছাদেকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ নেতা খন্দকার খালিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এসএস আজিজ, মো. সেকেনুর হালদার, শাহীন মোল্লা, তারিফ আহমেদ, আবু তালেব, আরিফ আহমেদ, মো. জামাল শেখ প্রমুখ।

বিজয়’৭১: বিজয়’৭১ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান সজল কান্তি চৌধুরী। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস.কে পাল সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাখেন ভানুরঞ্জন চক্রবর্র্ত্তী, মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল। উপস্থিত ছিলেন অনুপ পালিত রাশু, রতন চক্রবর্ত্তী, রূপনা দাশ, দিলীপ সেনগুপ্ত প্রমুখ।

চট্টগ্রাম মহানগর জয় বাংলা পরিষদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কাউন্সিলর আধ্যাপক মোঃ ইসমাঈল এর বাসভবনে চট্টগ্রাম মহানগর জয় বাংলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাঈলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ এসকান্দর, মোঃ ইব্রাহীম, নোয়াব আলি মেম্বার, আলহাজ্ব মোঃ নুরুন্নবী, সৈয়দ মফিজুর রহমান,আবদুল মালেক বাবুল, মোঃ শাহাদত হোসেন, আবদুল হালিম, শওকত আলি জমিদার, রেহানা আহম্মদ সুমি, সফিউর রহমান, আবদুর নুর, এহছানুল হক ইয়াছিন, মোঃ আলিফ, জসিম উদ্দীন, মোঃ ফারুখ, মোঃ মাহবুব, মোরশেদ বাবু, দেলোয়ার হোসেন রাজু, মোঃ হারুন, মোঃ আলমগীর, সোহেল মিয়া, এরশাদ উল্লাহ সুমন, মোঃ হাছান খান, মোঃ শাহদাত উল্লাহ নওশাদ, মোঃ হাশেম রেজা, মোঃ আজাদ, মাসুম বাদশা, শিমুল দাশ, মোঃ নিজাম উদ্দীন প্রমূখ।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগ : দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মী সভা গতকাল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ্‌, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার চৌধুরী, জাফর আহম্মদ, অধ্যাপক খুরশিদ আলম, মোহাম্মদ আলী, ডা. নুর আলম, নাজিম উদ্দীন মিয়াজি, মোঃ আলী সাজ্জাদ, জাহাঙ্গীর আলম শাহ, আরমান আহমেদ চৌধুরী, নুরুল আমিন, মুজিবুর রহমান বাঙ্গালি, মোস্তফা কামাল, ফজলুল কাদের, নাজিম উদ্দীন মেম্বার, মোঃ শরীফ, ইলিয়াস ইলু। ইঞ্জিনিয়ার ইফতেখার বেলালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুছা লিটন, পলাশ বড়ুয়া, দোস্ত মোহাম্মদ, আক্কাস হোসেন শাহ্‌, হারুন মিয়াজি, মনসুর আলম, তাজউদ্দিন তাজু, ইমন, বিধান বড়ুয়া, আবদুল্লাহ আল্‌ মামুন, আকবর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম সমাবেশ
পরবর্তী নিবন্ধনির্বাচনকে সামনে রেখে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়