জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বোয়ালখালী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে গত ১৮ সেপ্টেম্বর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সিরাজুল হক, সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, হাজী নাছের আলী, মাহমুদুল হক, কাউন্সিলর শাহনাজ পারভিন নিলু, মোশারফ হোসেন, প্রকৌশলী মিনাল কান্তি ধর, প্রকৌশলী কামরুজ্জামান, মজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পদক্ষেপ নিয়ে কাজ করে সরকার। বিশেষ করে বিভিন্ন ভাতার মাধ্যমে জনগণ অনেকটাই উপকৃত হচ্ছে। দেশের এই অগ্রযাত্রা ও উন্নয়ন জনগণের কাছে জনপ্রতিনিধিদেরকে তুলে ধরতে হবে। তাছাড়া বোয়ালখালী পৌরসভার যে উন্নয়ন করে যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলে এদেশ দ্রুত সময়ের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাস্তবায়িত হবে।