স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে

শিক্ষক-অভিভাবক সমাবেশে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষকঅভিভাবকের সমন্বয় প্রয়োজন। তিনি গতকাল শনিবার পটিয়া চরকানাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকঅভিভাবক ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল ইমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব ভুঁইয়া, চরকানাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রফেসর শ.. ইসকান্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আ... মুছা, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব এ.এইচ.এম মনজুর, অভিভাবক সদস্য মো. শফিউল আজম, মো. ফোরকান, মো. দিদারুল আলম, মো. মাহবুবুল আলম, শিক্ষানুরাগী সদস্য মোজাম্মেল হক লিটন, মহিলা সদস্য পারভীন আকতার, মো. ইকবাল মাস্টার, মো. আবু তৈয়ব, মো. হুমায়ুন, জাহাঙ্গীর আলম, ইউপি মেম্বার আবুল হাশেম রাব্বু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক ছাদের নিচেই পশু পালন ও সবজি চাষ
পরবর্তী নিবন্ধএস কে নূর হোসেন মাস্টার আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন