স্মার্ট দেশ গড়ে উঠবে শিক্ষার্থীদের হাত ধরে

গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধনে এমপি মোতালেব

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আব্দুল মোতালেব বলেছেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট দেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগসুবিধা প্রদান করেছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, স্মার্ট দেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে। তিনি গতকাল শনিবার গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, প্রকৌশলী সবুজ কুমার দে, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, দাতা সদস্য আলহাজ মোহাম্মদ হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দীন, ওমর ফারুক ভুট্টো, সুলতান মির্জা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈধ কাগজপত্র না থাকায় ৪৫টি গাড়ি আটক
পরবর্তী নিবন্ধপিএইচপি ফ্যামিলি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে