নাম মো. জিহাদ উল্লাহ। স্মার্টনেসের জন্য সেই নাম হয়ে যায় জেহা। শুধু নামে নয়, চলাফেরায়ও তার স্মার্টনেসের ছাপ। আর এই স্মার্টনেসের আড়ালেই করছিলেন ইয়াবা ব্যবসা। তার দাবি, স্মার্ট হওয়ায় কেউ তাকে সন্দেহ করবে না। তাই এই ব্যবসা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, সে খুচরা মাদক বিক্রেতা। সবসময় স্মার্টভাবে চলাফেরা করে, যাতে কেউ সন্দেহ না করে। আজ (মঙ্গলবার) পাঠানটুলি গায়েবি মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেহা গায়েবি মসজিদের পাশে ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়েছিল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার পকেট থেকে উদ্ধার করা হয় ৩৫টি ইয়াবা। তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।