হাটহাজারীর মেখল নগেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক তাবু বাস, দীক্ষা অনুষ্ঠান ও মহা তাঁবু জলসা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিজেকে নীতি, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে স্কাউটিং এর নিয়ম মেনে চলা যায় তাহলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। আজকের স্কাউট সদস্যরা স্মার্ট বাংলাদেশ গড়ার আদর্শ কারিগর। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম জোরদার করতে হবে। গত রোববার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর লাল দেবনাথ।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক সবুজ কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, জেলা ও উপজেলা স্কাউট সম্পাদক মো. সেলিম উদ্দিন,জেলা স্কাউট কমিশনার শিমুল কান্তি মহাজন, উপজেলা স্কাউট সহকারী কমিশনার রনজিৎ কুমার নাথ, প্রধান শিক্ষক আবু সৈয়দ মুহাম্মদ হায়দার।
জিন্নাত আরা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. আবসার উদ্দিন ও পরিচালনা পরিষদের সদস্য কাঞ্চন আচার্য । অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।