স্বৈরাচারের পতন!

নূ ক ম আকবর হোসেন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

আসাদ নাকি পালিয়ে গেছে

ভাসছে সে সব তথ্য!

ভাঙলো গদি স্বৈরাচারের

এই কথা কি সত্য?

সত্য যদি হয়েই থাকে

হয়নি কোন ক্ষতি

গায়ের জোরে দেশ চালালে

সেটাই পরিণতি।

দম্ভ এবং অহংকারে

হৃদয় যাদের অন্ধ

রক্ত ওদের প্রিয় নেশা

মিষ্টি লাগে গন্ধ!

জনগণই মুখ্য বিষয়

সেটাই পরিষ্কার

সিরিয়াতে লক্ষ ব্যানার

আসাদ স্বৈরাচার!

পূর্ববর্তী নিবন্ধজলছাপের বাড়ি
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে