মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সামপ্রদায়িক সমপ্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। দীর্ঘ ১৭ বছর পর দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কবল থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করেছেন। দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও ধর্মীয় সমপ্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কেউ বিএনপির নাম কিংবা ব্যানার ব্যবহার করে জানমালের ক্ষতি করে তাদের আটক করে আইনের হাতে তুলে দেবেন। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দেশের সংখ্যলঘুদের নিরাপত্তা দিতে দিন–রাত কাজ করছে বিএনপি। তিনি বলেন, দেশকে অস্থিতিশীলকারীদের রুখে দিতে সকলকে সজাগ থাকতে হবে। তিনি গত শুক্রবার বাদ জুমা দেশব্যাপী সামপ্রদায়িক হামলা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের নিশ্চিত করতে এনায়েত বাজারস্থ গোয়ালপাড়া, কেদারনাথ কলোনী, কালি বাড়ি এলাকা পরিদর্শন কালে পথ সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর রহমান চৌধুরী, এম এ মালেক, আলি আব্বাস খান, আলি মর্তুজা খান, মো. আলমগীর, মাহবুব আলম রানা, এনায়েত উল্লাহ, মুসা আলম, নূর উদ্দিন সোহেল, মো.নওশাদ, আমিন উল্লাহ, আবদুল্লাহ আল জিতু, মো. সমসের আলী, আবদুল্লাহ আল মামুন, মো. তারেক, মোহাম্মদ হাসান, আবদুল জলিল, আবু সালেহ আবিদ, সাইফুল ইসলাম ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।