স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে

কক্সবাজারে এনসিপির সমাবেশে নাহিদ । শিলং থেকে নব্য গডফাদার এসেছে : নাসীরুদ্দীন পাটোয়ারী

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এসব বিতাড়িত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল শনিবার কক্সবাজারে পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এ কথা। তিনি বলেন, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে, কে বোঝে না তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়। সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্ত করতে হবে। ৩ আগস্ট শহীদ মিনারে উপস্থিত হব আমরা। জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দীন। পিআর নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে। আমাদের কামনা, জনগণের কথা চিন্তা করে, দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা। সংস্কার কোনো দলের পক্ষে নয়, দেশের পক্ষে।

তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছোট ছোট গডফাদার বিদ্যমান ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেওয়া হবে না। কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবে প্রতিরোধ গড়ে তুলুন।

নাহিদ বলেন, আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা এ বঙ্গোপসাগরকে ঘিরে। আমাদের সমুদ্র শক্তি, নৌ শক্তিতে বলিয়ান হতে হবে। এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে মডেল হিসেবে কক্সবাজারকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের সময়ে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাআল্লাহ।

তার এ বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এর জের ধরে জেলাজুড়ে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ মিছিল করে তার বক্তব্যের প্রতিবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাপের ছোবলে প্রাণ গেল শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধআজ বিকেলে নগরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ