স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে গ্রেপ্তার ইকবাল এল এ শাখার দালাল চক্রের মূল হোতা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে গত বুধবার গ্রেপ্তারকৃত দশ নেতাকর্মীর মধ্যে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হায়দার চৌধুরী (৪০) চট্টগ্রাম জেলা প্রশাসকের এল.এ শাখার দালাল চক্রের মূল হোতা। সরকারের একাধিক গোয়েন্দা এজেন্সিসহ রিপোর্টে আসা চট্টগ্রাম জেলা প্রশাসনের দালাল চক্রের অন্যতম মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত দালাল, যিনি এখন অবধি নিজে দৃশ্যমান না হয়ে তার দালালি কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গতকাল (বুধবার) স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ইকবাল নামে একজন রয়েছে। তার বিরুদ্ধে এল.এ শাখায় কোনো অভিযোগ আছে কিনা তা নিশ্চিত নই।

ইকবাল হায়দার চৌধুরী আনোয়ারা উপজেলার বৈরাগ মোহাম্মদপুর এলাকার চেয়ারম্যান বাড়ির মোজাফফর আহামদ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য। এর আগে, ইকবাল আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নাশকতা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। এছাড়া ১৯৯৬ সালে আনোয়ারা থানা ভাঙচুর মামলা ও অসংখ্য সিআর মামলার আসামিও এ ইকবাল হায়দার চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বলেন, ইকবাল হায়দারের নামে আনোয়ারার একজন ভুক্তভোগী অভিযোগ করেছিল। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে বলে শুনেছি। তিনি আরও বলেন, দালাল রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। এতে দালাল চক্রের অনেকজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল-জরিমানা দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও নজরদারি থাকায় দালালদের দৌরাত্ম্য কমিয়ে এনেছে জেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দলের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধগানে নৃত্যে আনন্দ উৎসব