স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি, যুবক আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে জয় বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক জয় বাঁশখালীর নাপোড়া এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে। গতকাল শনিবার আটকের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

জানা গেছে, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ড বসে সকাল ১০টা থেকে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ চার সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানেই ধরা পড়েন জয়।

সুজন বড়ুয়া জনান, ভাইভা বোর্ডে জয় বিশ্বাসের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে যাচাইবাছাই করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ মে অন্যের হয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে তিন যুবক আটক হন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিতে এসে আটক হন তারা। পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধমেহেদির রং মোছার আগে মোড়াতে হলো কাফনে
পরবর্তী নিবন্ধহাসপাতাল এবং নার্সিং কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস