চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহে অনিশ্চয়তার সংবাদে সমগ্র জাতির সঙ্গে চট্টগ্রামবাসীও গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত হয়েছে। এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের একচেটিয়া সুবিধা দিতে গিয়ে সমগ্র জাতিকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে সরকার। প্রথম থেকেই ভারতের পাশাপাশি চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশ থেকেও টিকা কেনার পরিকল্পনা নিলে আজ এ নিদারুণ অনিশ্চয়তায় পড়তে হত না। আজকে বেশি টাকা দেওয়ার পরও টিকা পাচ্ছে না সরকার। তাদের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত এরা সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে তারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। দুর্নীতির মাধ্যমে মানুষের জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে। তাই তিনি করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার আহ্বান জানান। তিনি গতকাল বুধবার বিকালে নগরীর প্রবর্ত্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল ও পাঁচলাইশ আবাসিক এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সহ-সম্পাদক আনোয়ার হোসেন আনু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহসিন কবির আপেল, যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলো প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












