স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার বিকাল ৪টায় তিনি বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান। কয়েকটি পরীক্ষা শেষ করে ফিরোজায় ফেরেন রাত ৮টায়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে চেকআপের জন্য উনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নিয়ম হচ্ছে- এনজিওপ্লাস্টি করার ৪/৬ সাপ্তাহের মধ্যে ইকো, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করা হয়েছে। রক্তের আরও কিছু টেস্ট করা হয়েছে। আমরা আশা করছি, আগামী পরশুর মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়ে যাব। এরপর মেডিকেল বোর্ড বসে রিপোর্ট পর্যালোচনা করলে বিস্তারিত আপনাদের জানাতে পারব ইনশাল্লাহ। খবর বিডিনিউজের।
খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে : শাহাদাত
পরবর্তী নিবন্ধএকই পণ্য বারবার নিলামে দামেও পার্থক্য