স্বাস্থ্য খাতের দুরবস্থা ও ভোগান্তি থেকে রক্ষা চাই

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। স্বাধীনতার সুদীর্ঘ ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা দিয়েছে। এই সময়ে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতেও কিছুটা হলেও উন্নতি হয়েছে। দুর্ভাগ্য যে, বিভিন্ন হাসপাতালগুলোতে ভুল চিকিৎসায় চলছে অস্বাভাবিক মৃত্যুর মিছিল। কোথাও খতনা, কোথাও এনডোসকপি, কোথাও অ্যানেসথেসিয়া, কোথাও সিজারিয়ান, কোথাও গলব্লাডারে পাথর অপসারণ করতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। দুঃখজনক বিষয় হলো, খাদ্যদ্রব্যের মতো জীবন রক্ষাকারী ঔষধের দামও লাগামহীনভাবে বেড়ে চলেছে। এখানেও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরী করে সাধারণ মানুষকে বিপাকে ফেলেছেন। দেশের এক বিরাট জনগোষ্ঠী প্রবীণ। তারা ডায়াবেটিস, কিডনী, হার্টসহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত। প্রবীণ ছাড়াও দেশে বিভিন্ন ধরনের রোগ আর অপুষ্টিতে বহু মানুষ ভূগছে। চড়া মূল্যে ঔষধ ক্রয়, ডাক্তার আর হাসপাতালের ব্যয় মিটাতে গিয়ে তাদের প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধিতে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠেছে, তার ওপর ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ডাক্তারের বাড়তি ভিজিট, হাসপাতালের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধিতে গরিব, অসহায়, নিম্নমধ্যবিত্তসহ সাধারণ সব শ্রেণিপেশার মানুষ আজ বিপাকে।

তাই, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আগামীর ‘স্মার্ট বাংলাদেশে’এর লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতের দুরবস্থা ও ভোগান্তি থেকে দেশের মানুষকে রক্ষায় এগিয়ে আসুন এই প্রত্যাশা।

মুহাম্মদ নাইমুল ইসলাম আসিফ

সরকারি কমার্স কলেজ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধক্রিস্টোফার কলম্বাস : দুঃসাহসী নাবিক ও ঔপনিবেশিক
পরবর্তী নিবন্ধবিয়োগান্তক