জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার চেয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও উন্নয়ন কর্মীরা। জনস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং তা ব্যয়ের সক্ষমতা বাড়ানো দরকার। অনিয়ম, দুর্নীতি বন্ধ করা এবং আইন বাস্তবায়ন করতে হবে। কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যয়ের সক্ষমতা বাড়াতে হবে। কমিউনিটি ক্লিনিককে আরো শক্তিশালী সহ আধুনিক ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন কর্মী, নার্স, যোগ্য চিকিৎসক, বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটেশন পরিষেবা ইত্যাদি সেবাসমূহ বৃদ্ধি করতে হবে। বাংলাদেশে অধিকাংশ রোগী দরিদ্রতার কারণে চিকিৎসা সেবা গ্রহণ করে না। তাই দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রগুলো দালালদের প্রভাব মুক্ত করতে হবে। সর্বোপরি দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন না হলে দেশকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
শিফা চৌধুরী
নওয়াযিশ খান চৌধুরী বাড়ি,
চট্টগ্রাম।