যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি উৎসব গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পর্বে ছিল- বাল্যভোগ, মঙ্গলারতি, বেদ পাঠ, বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ, জপ-ধ্যান, স্তব, স্তুতি, ঠাকুর ও স্বামীজীর বিশেষ পূজা, ভোগ, হোম এবং পরিশেষে তার জীবনাদর্শের উপর আলোচনা সভা। করোনা পরিস্থিতির কারণে জন্মতিথি উৎসবের সকল কার্যক্রম সেবাশ্রমের অনলাইনে সম্প্রচারিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।